দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাফাহ শহরের পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় এমন ঘটনে ঘটে।
গত রোববার থেকে কার্যকর হওয়া চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে এমন হামলার খবর এলো।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুদস টুডে জানিয়েছে, নিহত মুহাম্মদ আবু আল-আসাদ ও কুতাইবা আল-শালাবি দীর্ঘক্ষণ ইসরায়েলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত ছিলেন। তারা দু’জনেই ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্য এবং চলতি মাসে কালকিলিয়া প্রদেশের ফুন্দুক গ্রামে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। ওই হামলায় তিনজন ইসরায়েলি নিহত ও ছয়জন আহত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলো এখনও হস্তান্তর করেনি ইসরায়েল।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বুরকিনে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে, সেখানে গুলি ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরে তা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। বুরকিনের মেয়র হাসান সোবহ অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা হামলার সময় ফিলিস্তিনি নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।