
বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম
রিয়াজ ফরাজি
ভোলা’র বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে নিয়াদ (২২) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এঘটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
২৩ শে জানুয়ারি ২০২৫ সন্ধ্যা উপজেলার পৌর ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানায়স্থানীয় সূত্র।
নিহাদের মা মোস.নাসিমা বেগম বলেন নিহাদ ভোলা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তারা বোরহানউদ্দিন উপজেলারর পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি অভিযোগ করে আরো বলেন একই ওয়ার্ডের মিজাননের ছেলে শুভ (২৫) আমার ছেলের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদাদাবী করে আসছিল, এনিয়ে পুর্ব থেকেই তাদের মধ্য ঝামেলা চলছিল এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে। শুভ সহ নাম না জানা ৪/৫জন নিহাদের উপর জি আই পাইপ,লোহার রড ও বগিদা নিয়ে আমার ছেলের উপর অতর্কিত হামলা করে,পরে স্থানীয়দের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করাই।কোনো পশুকেও এভাবে মানুষ মারে না। আমার ছেলে অন্যায় করলে আমাকে বললে আমি বিচার করতাম। ওরে এমন পিটানো হয়েছে সমস্ত শরীর দাগ হয়ে গেছে এছাড়া তার কোমড়েও লাথি দিয়ে আহত করেছে । এবিষয় আমি আমি আইনের আশ্রয় নিব।
এ ব্যাপারে অভিযুক্ত শুভ কে না পেয়ে তার বাবা মিজানের মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন নিহাদ ও শুভ একই বয়সের ছেলেপেলে ভুল বুঝাবুঝি হয়েছে বিষয়টি স্থানীয় ভাবে সালিশ বিচারের মাধ্যমে আমরা মিটিয়ে ফেলবো আশা করছি
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান,এবিষয় এখনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।