চৌগাছায় বাঁওড় দখল নিয়ে সংঘর্ষ, ১টি বিদেশি পিস্তল উদ্ধার
স্টাফ রিপোর্টার
চৌগাছায় বাঁওড় দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড় পাড়ের মুলিখালী বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার লস্কারপুর, মন্মতপুর, চাঁদপুর ও হুদাচৌগাছার বেশ কিছু ব্যক্তি বেড়গোবিন্দপুর বাঁওড় দখলে নেওয়াকে কেন্দ্র করে বিদেশি অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে মুলিখালী নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে সংঘর্ষে লিপ্তরা সেখান থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ভর্তি মেডিন ইউএসএ লেখা একটি পিস্তাল উদ্ধার করে।
সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, হুদা চৌগাছার মোবারেক হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০), মডেলস্কুল পাড়ার রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩০), বিশ্বাসপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৪০), কুঠিপাড়া মহল্লার গোলাম মোস্তফা (৬০। আহতদের মধ্যে শরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে যশোরে রেফার করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোরে রেফার করা হয়েছে। একজন ভর্তি আছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এ সময় সংঘর্ষে লিপ্ত সকলেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সেখান থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।