জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ারও মালিক আল্লাহ। চাঁদাবাজি ও জুলুম না করার জন্য রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে আবু সাঈদ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ারও মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের প্রতি আমার অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান, দোস্ত- মেহেরবানি করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী আহত, পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান।
তিনি বলেন, আমরা শহীদদের বাবাদের কথা দিয়েছি, আপনাদের সন্তানরা যে কারণে জীবন দিয়েছিল- সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা চেয়েছিল, একটা পরিচ্ছন্ন সমাজ। যেখানে চুরি-চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, খুন, লুণ্ঠণ, ধর্ষণ থাকবে না। নতুন নতুন আয়নাঘর আর তৈরি হবে না। রচিত হবে- মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ।
হযরত মুহাম্মদকে (সা.) সর্বশ্রেষ্ঠ উল্লেখ করে জামায়াতে আমির বলেন, মক্কাবাসী তাকে অনেক কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। মক্কা বিজয় শেষে প্রত্যেককে ক্ষমা করে দেন। কিন্তু ১০-১২ জনের নাম উল্লেখ করে বলেন, যারা মানুষ খুন করেছে এদের বিষয়ে আমি মাফ করে দিতে পারবো না। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
তিনি আরও বলেন, যদি এসব অন্যায়-অত্যাচার বন্ধ না হয়, আমরা শহীদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই সমাজ থেকে জঞ্জাল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ঐক্যের ডাক দিয়ে শফিকুর রহমান বলেন, পরস্পরকে সহযোগিতা করবেন। এই জাতিকে বিভক্ত দেখতে চাই না। টুকরো টুকরো জাতি হিসেবে দেখতে চাই না। ঐক্যবদ্ধ দেখতে চাই।