মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও জেলা বিএনপি কার্যালয় অগ্নিসংযোগের অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক রাজাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা ধানমন্ডি এলাকার আনোয়ারা খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ এবিষয়যটি নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ৩টি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে ।
পুলিশ জানায়, গত পাঁচ আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ। অবশেষে ধানমন্ডিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।