
ঝিনাইদহে অনলাইনে ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় বিক্রির নামে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমান আদালতে জরিমানা
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ নিরাপদ খাদ্য কতৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএ খালিদ হোসেনের নির্দেশনায় এক ভ্রা’ম্য’মাণ আদালত পরিচালিত হয়। ঝিনাইদহ সদরের মামুনশিয়া গ্রামে ২২শে জানুয়ারী বুধবার সকাল ১১ টায় ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের ম্যজিষ্ট্রেট নওশিনা আরিফ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) এস ট্রেডার্সের স্বত্তাধীকারী শিবলু হোসেনকে অভিযুক্ত করে ২০হাজার টাকা জরিমানা আরোপ ওনগদ আদায় করা হয়।
জানাগেছে, ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় বিক্রির নামে ফেসবুক অনলাইন প্লাটফর্মে টিকটক ফুড এন্ড কনজুমারস লি: এর ব্যানারে অভিযুক্ত ব্যক্তি শিবলু হোসেন সারাদেশে গুড়ের ব্যবসা করে যাচ্ছিলেন।
এ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, নমুনা সংগ্রহ সহকারী সুরুজ হোসেন সহ পুলিশ সদস্যরা। ১ হাজার ৯০ কেজি গুড় জব্দ করা হয় এবং ল্যাবে পরীক্ষার জন্য দুইটি নমুনা সংগ্রহ করা হয়।
পরে মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বিদ্যাপীঠ মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাধন সরকার, বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোখলেছুর রহমান।