চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিন করে মোট ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন তিনি।
তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।