মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে।
বুধবার (২২ জানুয়ারি) তাকে আদালতে আনা হলে তিনি চকলেট খেতে চান। একটি ব্যাগে করে চকলেট দেওয়াও হয়েছে তাকে।
এরপর হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দ্বিতীয় তলার ২৭ নম্বর আদালতে তোলা হয়। শুনানির এক ফাঁকে কাঠগড়ায় দাঁড়ানো কামাল আহমেদ মজুমদার এক পাশে গিয়ে তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছুক্ষণ পর শুনানির মাঝখানেই একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে করে চকলেট আনেন।
চকলেট দেখে কাঠগড়ার এক পাশ থেকে আরেক পাশে একপ্রকার দ্রুত এসেই ব্যাগটা নিতে যান বৃদ্ধ কামাল মজুমদার। কিন্তু বিপত্তি বাঁধে কাঠগড়ার পাশে নিরাপত্তায় কর্মরত পুলিশ সদস্যরা দেখে ফেললে। তারা চকলেট দিতে বাধা দিলে তিনি আর চকলেট নিতে পারেননি।
এরপর মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত সেটি মঞ্জুর করে আদেশ দেন।
এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারীবাগ থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। মিরপুর থানার দুই হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, ধানমন্ডি থানার এক হত্যা মামলায় ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শুনানি শেষে পুনরায় হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কামাল আহমেদ মজুমদারকে চকলেট দেওয়া হয়।
বাইরে থেকে খাবার দেওয়ার অনুমতি নেই জানিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘চকলেট খেতে চাওয়া বা তাকে দেওয়া হয়েছে কি না আমার জানা নেই। তবে অগোচরে দেওয়া বেআইনি।