যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৫ম খেলায় বড় জয় পেয়েছে চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ। তারা ৪-০ গোলের বড় ব্যবধানে স্বরুপদাহ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে।
মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে তিনটায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরতেই পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড়রা চাপ সৃষ্টি করে খেলতে থাকেন। তারা একের পর এক আক্রমন করে দূর্বল করে ফেলে প্রতিপক্ষ স্বরুপদাহ ফুটবল দলকে। একপর্যায়ে খেলার ৫ মিনিটে বিজয়ী দলের ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুমন দূর্দান্ত এক গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। দশ মিনিটে বিজয়ী দলের ১০ নং জার্সি পরিহিত কায়েস আবারও একটি গোল করলে ২-০ এগিয়ে যায় পৌরসভা। বিরতীর বাশি বাজার আগে আবার গোল করে পৌরসভা খেলোয়াড় সুমন। ফলে ৩-০তে এগিয়ে থেকে বিরতীতে যায় পৌরসভা দল।
বিরতির পর খেলা শুরু হলে স্বরুপদাহ ফুটবল দল গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু হঠাৎ ডিবক্্েরর ভিতরে ফাউল করলে পেনাল্টি পাই পৌরসভা ফুটবল দল। পেনাল্টিতে আরও একটি গোল হলে ৪-০ এগিয়ে যায় পৌরসভা। বাকি সময়ে আর কোন দল গোল করতে না পারায় ৪-০ জয় নিয়ে মাঠ ছাড়ের বিজয়ী চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম মিঠু।
এ দিন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুর ইসলাম বাবুসহ সহ বিএনপি নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদি দর্শক মাঠে উপস্থিত হয়ে মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করেন।