জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী চুমকির বিরুদ্ধে করা মামলায় অবৈধ উপায়ে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১৭৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও এনেছে দুদক।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ উপায়ে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নয়টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগও এনেছে দুদক।
সম্পদের অবৈধ উৎস গোপন করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।