বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় না গিয়ে জাতীয় সরকার গঠন করবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গিকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় আমির খসরু বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে। কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক নিতে হবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি- এই ভ্যাট-কর প্রত্যাহার ও স্বৈরাচার সরকারের দুর্নীতির বাজেট বাতিল করুন। বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুড়ে ফেলে দেবো।
নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এমনিতেই বাংলাদেশের মানুষের নাভিশ্বাস। মানুষ খেতে পারছে না। এই কর, এই ভ্যাট বৃদ্ধির কারণে আগামী দিনে মানুষ দারিদ্রসীমার নিচে আরও যাবে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সালিমুল হক কামাল, মাহমুদ হাসান ও শামসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম।
এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।