বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপত গুলি চালিয়ে হত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় পুলিশের সাবেক ৩ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
তিন পুলিশ সদস্য হলেন- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও উত্তরার একটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল হোসেন আলী।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তিন জনের বিরুদ্ধেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এরমধ্যে দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ান এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।