
লক্ষ্মীপুরের রায়পুর চরাঞ্চলের জমির মালিককে জমি দখল করতে দিচ্ছে না বিএনপি নেতা কর্মীগণ :
প্রতিনিধি : আব্দুল আহাদ ( লক্ষ্মীপুর)
স্বৈরাচার ভূমিদস্যু আওয়ামী লীগ সরকারের উৎখাতের পরে নতুন রূপে ভূমিদস্যু রূপে ফিরে আসছে বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরের রায়পুর চরাঞ্চলের আওতাভুক্ত নতুন বগার মালিকানা জমি জবরদখল করে আওয়ামী লীগ সরকার আমলে ভোগ করা সেই জমি সত্যিকার মালিকানা থাকা সত্ত্বেও তা দখল করে নিচ্ছে বিএনপির নেতাকর্মীগণ। এমনই অভিযোগ নিয়ে রায়পুর থানার সম্মুখে উপস্থিত হয় জমির সত্যিকার মালিক ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান , মোস্তফা গাজী ( বিএনপির সাবেক চেয়ারম্যান, ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন), হারুন হালদার ( চেয়ারম্যান চরকাছিয়া),মোবারক আলী ( মাস্টার, চরকাছিয়া), শামীম গাজী (চরবংশী খাশের হাট গাজী বাড়ি), মিনু ব্যাপারি ( চরকাছিয়া), শাহাবুদ্দিন মোল্লা ( চরকাছিয়া), নাসির মাতবর ( চরবংশী), বাদশা গাজী ( চরবংশী) , কাদির মূধ্যা ( চরকাছিয়া ), নবীর হোসেন হালদার ( চরকাছিয়া), জলিল মাতব্বর ( চরবংশী) ফারুক কবিরাজ ( চরবংশী)। ও অন্যান্যদের নেতৃত্বে ১২৯২ ( বার’শ বিরানব্বুই) একর ভূমি যাহার বরিশাল কোর্টের রায়, ঢাকার সুপ্রিম কোর্টের রায় এস্ট্টে অর্ডার, লক্ষ্মীপুর ভূমি কমিশন রিপোর্ট, চরকানি বগার গেজেট রিপোর্ট ও লক্ষ্মীপুর ডিসির অর্ডার ও মালিক পক্ষের রায়পুর সহকারী আদালতের নিষেধাজ্ঞার চলমান মামলা নং ৪০/২০০২ ও ৪১/২০০৩ বলবৎ রহিয়াছে। এগুলো থাকা সত্ত্বেও ভূমিদস্যু ও লাঠিয়ার এবং সন্ত্রাসী বাহিনী কতৃক মানিকগণের ১২৯২ একর জমি দখল করতে দেয়নি বিএনপি উপরোক্ত নেতাকর্মীগণ।