যশোরের চৌগাছায় সরকারী ১০ একর ৪৩ শতক জমি ভূমি দস্যুদের কবল হতে উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন সমুদয় জমি সোমবার দুপুরে উদ্ধার করে সেখানে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছেন।
জানা গেছে, চৌগাছা সদর ইউনিয়নের রাইসা বিলে ১০ একর ৪৩ শতক জমি বছরের পর বছর ধরে ভূমি দস্যুরা দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলো। সোমবার উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ওই জমিতে উপস্থিত হয়ে সমুদয় জমি উদ্ধারের পাশাপাশি সেখানে লাল পতাকা ঝুলিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ১০ একর ৪৩ শতক ধানি জমি বছরের পর বছর ধরে ভূমি দস্যুরা দখল করে রেখেছিল। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সমুদয় জমি দখলমুক্ত করেছি।