যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক সামাউল হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক জোড়া হালের ও ১ টি গাভী গরু নিয়ে গেছে চোর চক্র। যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা হতে পারে। কৃষক সামাউল গরুর শোকে প্রায় পাগল হয়ে গেছে। কৃষক সামাউল জানায়,গত শনি বার রাত ১ টার দিকে ১২ টার দিকে গরুর খাবার দিয়ে ঘরে যায়।
রাত ১ টার দিকে গোয়ালে গিয়ে দেখি ঘরে আর গরু নেই। তারপর থেকে গরু খোঁজ খুঁজি করেও আর গরুর সন্ধান মেলেনি।
তার হাল গরু ২ টি শ্যামলা কালা রের গাভীটি সাদা রঙের একে বারে খেটে খাওয়া মানুষ হাল গরু দিয়ে মানুষের নাঙ্গল বিক্রি গাড়ি ভাড়া মারা সহ বিভিন্ন কাজ করে সংসারের খরচ ও এনজিওর ঋনের টাকাও পরিশোধ করে আসছি। এখন আমি সংসার চালাবো কিভাবে? এ বিষয়ে কথা হয় রামকৃষ্ণপুর গ্রামের মোক্তার আলীর সাথে। তিনি বলেন সামাউল ও তার পরিবার গরীব মানুষ। পরের ক্ষেতে নাঙ্গল বিক্রি করে তাদের সংসার চলে। এখন কৃষক সামাউল নিরুপায় হয়ে পড়েছেন।
এ বিষয়ে চৌগাছা থানা অফিসার ইনচার্জ (ভার প্রাপ্ত) কামাল হোসেন জানায়,কোন লিখিত অভি যোগ আসেনি।তবে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।