যশোরের চৌগাছায় অপহরণ নাটকের অবসন হয়েছে। কথিত অপহরনের শিকার ব্যবসায়ীর ছেলেকে নড়াইল থেকে তার পরিবার ও স্বজনরা উদ্ধার করেছে। এ নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চৌগাছা বাজারের জোসনা ইলেকট্রনিক্সের মালিক আজিজুর রহমানের একমাত্র স্কুল পড়–য়া ছেলে অঝোর মাহমুদ হঠাৎ ১৯ জানুয়ারী নিখোঁজ হয়। সারা দিনে বাড়িতে না আসায় তার পিতা আজিজুর রহমান ওই রাতেই ছেলে নিখোঁজ হয়েছে মর্মে চৌগাছা থানায় একটি জিডি করেন, জিডি নং ৯৬১। এ ঘটনা প্রচার হলে সকলেই হতবাক হয়ে যান। অনেকে প্রশ্ন কি হচ্ছে সীমান্তবর্তী উপজেলা চৌগাছাতে। কারণ কিছুদিন আগে একজন ব্যবসায়ী অপহরণ হয় প্রশাসন তাকে অক্ষত উদ্ধার করেন। এরপর ইজিবাইক চালক নিখোঁজ তিন পর ভৈরব নদ হতে লাশ উদ্ধার। এই রেশ কাটতে না কাটতে ব্যবসায়ীর ছেলে নিখোঁজ সকলকে ভাবিয়ে তোলে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, ব্যবসায়ীর ছেলে নিখোঁজ না সে নিজে পিতার লক্ষাধিক টাকা নিয়ে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। সারা দিন বিভিন্ন স্থানে ঘুরে তারা নড়াইলে একটি আবাসিক হোটেলে উঠে। সেখান হতে সন্ধ্যায় দুই বন্ধু আপন ঠিকানা চৌগাছায় ফিরে এলেও ব্যবসায়ী আজিজুর রহমানের ছেলে না ফিরে ওই হোটেলে রাতযাপন করে। পরের দিন সোমবার অঝোরের পিতা মাতা ও আত্মীয় স্বজন তার বন্ধুদের নিকট জিজ্ঞাসা করলে অঝোর নড়াইলের একটি হেটেলে আছে বলে বন্ধুরা জানায়। এরপর স্বজনরা দ্রুত ওই ছেলেদের সাথে করে নড়াইলে যাই এবং ওই হোটেল থেকে ছেলেকে নিয়ে বাড়িতে ফেরে।
এ ব্যাপারে ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, একদিন এক রাত আমার ছেলে নিখোঁজ ছিলো। কি ভাবে গেছে এ নিয়ে কিছু বলতে চাইনা, বড় কথা আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি।