ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু কর্তৃক ‘লাল সন্ত্রাস’ এর ঘোষণা দেওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে তারা।
মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লারা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি।
এ সময় ‘উদ্যানের গাঁজাখোর—উদ্যানে চলে যা’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা—ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না’, ‘মেঘমল্লারের দুই গালে—জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।
এ প্রসঙ্গে এবি জুবাইর নামের এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি দেখলাম সরাসরি লাল সন্ত্রাসের হুমকি দিয়েছেন। এরকম উস্কানির কারণে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় কি না আমাদের ভাবা দরকার। নতুন করে কোনো ধরনের সন্ত্রাস, সংঘাত দেখতে চাই না।
প্রসঙ্গত, লাল সন্ত্রাস বা রেড টেরর হলো সোভিয়েত রাশিয়ায় বলশেভিকদের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক নিপীড়ন এবং মৃত্যুদণ্ডের একটি প্রচারণা। যা প্রধানত চেকা নামক বলশেভিক গোপন পুলিশের মাধ্যমে করা হতো। এটি আনুষ্ঠানিকভাবে ১৯১৮ সালের সেপ্টেম্বরের শুরুতে শুরু হয়েছিল এবং ১৯২২ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ভ্লাদিমির লেনিনের হত্যা চেষ্টা এবং পেট্রোগ্রাদ চেকা নেতা মোইসেই ইউরিতস্কি ও পার্টি সম্পাদক ভি. ভলোদারস্কির সফল হত্যাকাণ্ডের পর, যা বলশেভিক গণপ্রতিহিংসার জন্য প্রতিশোধমূলক বলে অভিযোগ করা হয়।