বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত একটি মানবিক বাংলাদেশ যতদিন গঠন না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। কাজেই একটি সুন্দর ও মানবিক দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে। আর আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করবো না।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে এক পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি-ধামকি দেবে না, কেউ দখলবাজি করবে না। এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এখন বৈষম্যমুক্ত দেশ চায়। আমরাও তাদের স্বপ্ন পূরণে কাজ করবো, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না।