ফেনীতে কাবার সাবেক ইমাম হাসান বিন আবদুল হামিদ বুখারি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ শায়েখ ড. হাসান বিন আবদুল হামিদ বুখারি।
শুক্রবার (১৭ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজের ইমামতি করেন তিনি।
কাবার সাবেক এ ইমামের পেছনে নামাজ আদায়ের জন্য এদিন সকাল থেকে রঘুনাথপুর এলাকায় মুসল্লিদের ঢল নামে। দূরদূরান্ত থেকে লক্ষাধিক মানুষ সম্মেলনস্থলে এসে সমবেত হন।
ড. হাসান বুখারি জুমার খুতবায় আল্লাহর প্রতি বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার নায়েবে মোহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়খ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষাসচিব শায়খ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।
নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টারযোগে। বড় জামাতে পবিত্র কাবার ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।
জুমার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। জুমার খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।