কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৭ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর ২৩ বীরের একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।