মোটরসাইকেলে করে তিন বন্ধু খেজুরের রস খেতে পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়িচাপায় তাঁরা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন, উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, স্থানীয়রা রাস্তার পাশে তিনজনের মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি।
নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিন বন্ধু মোটরসাইকেলে করে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। তিনি আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা করছি।