উলিপুরে সামাজিক সংগঠন অরণ্য- উপজেলা কমিটি গঠন
নুর মোহাম্মদ রোকন কুড়িগ্রাম:
একটি করে গাছ লাগাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই।এই স্লোগানকে সামনে রেখে উলিপুরে অরণ্য সংগঠন
বর্তমানে সমাজের মানুষের পরিবেশ রক্ষার্থে দলবদ্ধভাবে কাজ করতে গড়ে উঠেছে অরণ্য সামাজিক সংগঠন। কিছু উদ্যমী তরুণ্যের নিরলস প্রচেষ্টার ফলে এসব সামাজিক সংগঠন উদ্দেশ্য পূরণে সফল হয়ছে। সমাজের নানা সংকটে সামাজিক সংগঠনগুলো নিরলসভাবে কাজ করছে। এসব সংগঠন থেকে বহু অসহায় মানুষ উপকৃত হচ্ছে। যখন আমাদের সমাজে কোনো বিপর্যয় নেমে আসে বিশেষ করে মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাসের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
একটি করে গাছ লাগাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁছাই।
অরণ্যের উলিপুর উপজেলা কমিটি গঠন,
আজ ১৭ জানুয়ারি উলিপুর গুনাইগাছ আনছারী আইটি হল রুমে অরণ্য সংগঠনে আলোচনা সভা ও উলিপুর উপজেলার ৩১বিশিষ্ট কমিটি গঠন ও ঘোষণা করেন,সংগঠনের উপদেষ্টা তৈয়েবুর রহমান।
উপজেলা কমিটিতে নুর নবী আজাদ কে সভাপতি ও মোস্তাফিজার রহমান কে সাধারণ সম্পাদক করে উলিপুর উপজেলায় ৩১বিশিষ্ট সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা নুর আমিন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তৈয়েবুর রহমান, উলিপুর আনছারী আইটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম আনসারী অরণ্য সংগঠন কুড়িগ্রাম কার্যনির্বাহী কমিটির,সাধারণ সম্পাদক জামিউল ইসলাম,কোষাধ্যক্ষ মেজবাউল ইসলাম ও গাছ রক্ষণাবেক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল হক ও সংগঠনের সদস্যবৃন্দ ।