বরিশালে আসামি ধরতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের সেই উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি বরিশাল বিমানবন্দর থানা এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টাকালে ইটভাটায় দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পরদিন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মেহেদী হাসানের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরিশাল বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বরিশাল মহানগর পুলিশ। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।