
ঝিনাইদহে এক রাতে ১০ দোকানে চুরি
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে ১০ দোকানে চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দোকানগুলোর দরজার তালা কেটে ক্যাশবাক্স ভেঙে টাকা ও মালপত্র নিয়ে যায়।
ঘটনাস্থলের ব্যবসায়ীরা জানান, ওই বাজারের মোট ১০টি দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে ক্যাশবাক্স ভেঙে টাকা ও মালপত্র নিয়ে যায় চোরের দল।

স্থানীয় দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল বলেন, ‘কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির কথা শুনে আমাদের বাজারের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছিলাম। দুর্ভাগ্যবশত একই রাতে ১০টি দোকানে চুরি হয়ে গেল। দাগি অপরাধী ও মাদকাসক্তদের গ্রেপ্তার না করলে চুরি-ডাকাতি আরো বেড়ে যাবে।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।