যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যশোর চেম্বার ও কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারন সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির নেতা আলী হোসেন মদন, বিএনপি নেতা ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, মোবারক হোসেন, আব্দুল ওয়াহেদ, আনিছুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন, জহুরুল ইসলাম বাবু, উপেজলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, ছাত্রদলের উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও পাশপোল ফুটবল একাদশ। খেলার শুরুতে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে খেলা। কিন্তু কোন দলই যেন গোলের দেখা পাইনা। এ অবস্থায় পার হয় প্রথমার্ধ। দ্বিতীয়াধের খেলায় গোল পেতে মরিয়া উভয় দলের খেলোয়াড়। তবে শেষ বাশি বাজার আগ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইকেবারে সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে পাশাপোল ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন মোঃ মিঠু।