স্টাফ রিপোর্টার
আজ উদ্বোধন হতে যাচ্ছে বহু কাংখিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫। চৌগাছার ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় ১২ দলীয় এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত নিশ্চিত করেছেন টুর্ণামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন মঈন। টুর্ণামেন্ট উপলক্ষে সাজসাজ রব পড়ে গেছে গোটা উপজেলাতে। পোষ্টার, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন স্থান, চলছে প্রচার প্রচারনা। দীর্ঘদিন পরে এমন একটি টুর্ণামেন্টের আয়োজন হওয়ায় ক্রীড়ামোদি ব্যক্তিদের মাঝেও বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
মঈন উদ্দিন মঈন জানান, শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের জন্য ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বৃহস্পতিবার উদ্বোধনী দিনের খেলায় অংশ নিবেন উপজেলা পাশপোল ইউনিয়ন ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। পর্যায়ক্রমে আরও ১০টি ফুটবল দল খেলায় অংশ নিবেন। ২য় রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।