বৃহস্পতিবার উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৫। সে বদরখালীর ইউনিয়নের টুটিয়াপাড়ার গিয়াস উদ্দিনের পুত্র।
একই সঙ্গে পুলিশের হাতে গ্রেফতার ৮ জনের মধ্যে তাজুল ইসলাম নামের একজন কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ঘটনায় ধর্ষিতার বাবা চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চলমান রেখেছে।