মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ৫ আগস্টের পর মাদক কারবারি চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের দ্বন্দ্বের জেরেই ক্যাম্পে ৭ জন খুন হন। এসব খুনের মামলার অন্যতম আসামি চুয়া সেলিম।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর অসুস্থ হয়ে যাওয়ায় চুয়া সেলিমকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।