চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ভবনের মালিক ব্যবসায়ী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীনের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নুরুজ্জামান শহরের মুক্তিপাড়ায় একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। গত ৫ আগস্টের পর সোহেল রানাসহ ১০ থেকে ১২ জনের একটি দল মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবি করা চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা। চাঁদার টাকা না পেয়ে সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণাধীন ভবনের কাছ থেকে ৬ গাড়ি ইট (দুই হাজার ইটে এক গাড়ি), ২ মেট্রিক টন রড ও ৩০ ঘনফুট কাঠ জোর করে নিয়ে যান। ভুক্তভোগী নুরুজ্জামান বিষয়টি প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানালে তাঁর পরিবারের ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত ব্যক্তিরা। একই চক্র বাড়ির সামনে থেকে ৬ জানুয়ারি আরও এক গাড়ি ইট জোর করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভিন বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।