বিগত সরকারের দুঃশাসনের কথা বলতে গিয়ে কুষ্টিয়ার মুফতি আমির হামজা বলেছেন, আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। তিনটা বছর জেলের ভিতর উনি আমার পিছনে অনেক শ্রম দিয়েছে, আমি জেলের ভিতর ছিলাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। আমি নিজেও আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম।
সোমবার (৬ জানুয়ারি) রাত দশটার দিকে মাদারীপুরের শিবচরে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, বছরের পর বছর বন্দী ছিল মানুষ ঐ আয়না ঘরে , বন্দিদের চুল হাতের নখ এত বড় হয়ে যেত যে সেই নখ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রেখে, পাশে লিখে দিত যদি কেউ এখান থেকে বের হয়ে যেতে পারেন তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি বেঁচে আছি।
এছাড়াও তিনি, আগামীতে কুরআনের আইনে দেশ পরিচালনা হাওয়ার প্রত্যাশা রাখেন।