স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছার সাংবাদিক খলিলুর রহমান জুয়েলের ফুপাতো বোন ও উপজেলার গদধরপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন(৫৭), গত কাল ৪ ডিসেম্বর রাত ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছে( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। ৫ ডিসেম্বর সকল ১১ টায় গদাধর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফনকাজ সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল জব্বার। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌগাছা রিপোর্টার্স ও প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।