কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উদ্ধার হলো ফেনসিডিল
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে লাউতলা এলাকায় মাদক ব্যবসায়ী মিন্টু (৪০) মটর সাইকেল যোগে ১৭০ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে পা ভেঙ্গে যায়। শুক্রবার ৩ই জানুয়ারি কালীগঞ্জে লাউতলার মধ্যে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগায় মোটরসাইকেল চালক পড়ে যেয়ে তার পা ভেঙ্গে যায়। ঘটনাস্থলে এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে তার মোটরসাইকেলে রাখা কাটেনর মধ্যে ১৭০ বোতল ফেনসিডিল দেখতে পাওয়া যায়।
স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দিলে, ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পৌছালে মাদক সহ তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার তিনি বলেন, ১৭০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।