বরিশাল নগরীতে রায় ঘোষণার ১৪ বছর পর মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যায় তাকে ফাঁসির সাজা দিয়েছিল আদালত।
বুধবার রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান বলেন, ২০০৯ সালের ২১ এপ্রিল নগরীর দপ্তর খানার নিজ বাসায় মা সুফিয়া বেগম ও ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শিমু আক্তারকে হত্যা মামলার একমাত্র আসামি শামীম আহমেদ ধলু।
মামলা চলার সময় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে তিনি ফেরারি হয়ে যান। তার অনুপস্থিতেই ২০১০ সালের ২৪ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই জোড়া হত্যা মামলার রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার দণ্ড দেন।
মামলার বাদী ও নিহত শিমু আক্তারের বাবা আজিজ মল্লিক বলেন, “প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শামীম আহমেদ ধলু তার মাকে হত্যা করে। বিষয়টি দেখে ফেলায় অন্তঃসত্ত্বা শিমুকেও হত্যা করে সে।