চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মণ্ডল ওরফে ইরফান। তিনি সাত খুনের ঘটনায় জড়িত।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১১ জানিয়েছে, এ বিষয়ে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে বিস্তারিত ব্রিফ করা হবে।
মামলার বাদী এজাহারে জাহাজে থাকা সাত জন খুন ও এক আহতের কথা উল্লেখ করেন। খুন হওয়া ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন- সুকানি জুয়েল (২৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে।
একজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে হত্যাকাণ্ডে ঘটনাটি পরিকল্পিত, তবে সেটি ডাকাতির ঘটনা ছিল না। যেভাবে জাহাজের কক্ষে কক্ষে হত্যার ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ। ওই জাহাজে আরও একজনের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তদন্ত কার্যক্রম এগিয়েছে।