চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ২টার দিকে আকবর শাহ থানাধীন ছলিমপুর রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর পাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাত দলের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।