যশোরে কবির হোসেন জনি নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের দড়াটানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কবির হোসেন জনিকে রবিবার রাতে শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
রবিবার যশোর সদর উপজেলার ২০ জন ও অভয়নগর উপজেলার ১০৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরক মামলার আসামি। তাদের আইনজীবী ছিলেন সৈয়দ কবীর হোসেন জনি। তিনি এদিন দুপুরে আদালত প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এর জেরে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জনির পরিবারসহ তার সহকর্মীরা।