ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি সুত্রে জানান, ঘন কুয়াশায় রবিবার ভোর সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে হাসনা হেনা ও কেরামত আলী নামে দু’টি ফেরি। এছাড়া পাটুরিয়াঘাটে ছয়টি ও দৌলতদিয়াঘাটে দু’টি ফেরি যাত্রী ও যানবাহনবোঝাই করে আটকে রাখা হয়।
ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়ায় এবং সকার ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।