কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনীর সদর থানাধীন লালপুল এলাকা থেকে র্যাব-১৫ ও র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফজলুল করিম সাঈদী (৫২) কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান- র্যাব কর্তৃক গ্রেপ্তারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এর পর তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ।
থানা সূত্র আরো জানায়, এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি এবং ৫ আগস্ট পরবর্তী থানায় এসব মামলা রুজু হয়। তন্মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।