জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকালে তাকে পিবিআই গ্রেপ্তার করে। বর্তমানে তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাকে নিয়ে আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে মিছিলের পেছনে ধাওয়া করে গুলি ছোড়ে পুলিশ।
এতে গুলিবিদ্ধ হন নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক এ টি এম তুরাব। প্রথমে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
এ ঘটনায় ১৯ অগাস্ট তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন।