স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবসে চৌগাছা সরকারী ৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ নতুন এক কর্মসূচি গ্রহন করেন। বিজয়ের প্রথম প্রহরে কর্র্তৃপক্ষ উপজেলার জগন্নাথপুর বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পন ও মোনাজাত করেন। এরপর সকাল ৯ টায় হাসপাতাল চত্তরে স্বেচ্ছায় রক্তদান ও বীরমুক্তিযোদ্ধা সহ উপজেলার অসহায় মানুষদের ফ্রি নানা ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল ৯ টায় নতুন এই কর্মযজ্ঞের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী। এ সময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্বা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শুরু হয় নতুন এই কর্মযজ্ঞ। শুরুর ১ ঘন্টার মধ্যে অন্তত ৫/৬ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দিলেন এবং নানা বয়সের অর্ধশত মানুষ নানা ধরনের চিকিৎসা সেবা গ্রহন করেন।
সেবা গ্রহীতা রেবেকা বেগম, আঃ জলিল বলেন, এ ধরনের চিকিৎসা সেবা হাসপাতাল হতে এর আগে কখনও পাইনি। মাঝে মাঝে কর্তৃপক্ষ এমন আয়োজন করলে গরীবেরা উপকৃত হবে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী বলেন, বিজয়ের এই দিনে এমন কিছু করতে হবে যা মানুষের কল্যানে আসবে এমন ধারনা থেকে হাসপাতালের সকলের সহযোগীতা নিয়ে আমি এই কাজটি করেছি এবং অনেকটাই সফল হয়েছি। আগামীতেও যেন এমন ধরনে কাজ করতে পারি সে জন্য তিনি সকলের কাছে সহযোগীতা কামনা করেন।