সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকান এবং মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পুলিশ সদর দফতর জানায়, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় রাখা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মংলারগাও গ্রামের ছবদিল আলমের পুত্র আলীম হোসেন (১৯), মাঝেরগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩১) ও শাহজাহান হোসেন (২০)।
গত ৩ ডিসেম্বর রাতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে মংলারগাও গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এস আই আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেন বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে।