প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৮:১৯ পি.এম
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ইবি, প্রতিনিধি
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ইবি, প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী কালো পতাকা উত্তোলন করেন। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে এক শোক র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, পরিষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ সুশৃঙ্খলভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় কুরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.