গোপালগঞ্জে ট্রাকচাপায় ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডিউটি শেষে দুপুরে বাসায় ফিরছিলেন সাইফুল ইসলাম। এসময় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক পার হতে গিয়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক কভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যান।
গোপালগঞ্জের এসপি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি মীর সাজেদুর রহমান জানান।