শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিচপাড়া গ্রামে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি রঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব-১৪।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন আমডাঙ্গা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি রঞ্জু মিয়াকে গ্রেফতার করে র্যাব-১৪। গ্রেফতার রঞ্জুকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আসামি রঞ্জু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ডিসেম্বর সকাল অনুমান ১০টার দিকে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র ভিকটিম সেনাসদস্য ওয়াসিম আকরামকে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ আসামিরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে তার পরিবারের লোকজন শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিম ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।