যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু কে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছে মর্মে জানা গেছে।
মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে আরেক মামলা আদালতে চলমান রয়েছে।
যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর দেবব্রত জানান, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু ৫ আগস্ট সরকারের পতন হলে পালিয়ে যায়। তার আগের দিন তার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী যশোর শহরের লালদীঘি পাড়ের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার দূর্বার গণআন্দোলনে স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার পালানোর খবর প্রচারিত হলে যশোর জেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যশোরের ৬টি সংসদীয় আসনের এমপিরা পালিয়ে যান