স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে মোহাম্মাদ আল-বশিরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। খবর আলজাজিরার।
এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, তিনি ১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল-তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্রকে উদ্ধৃত করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বশিরের মনোনয়ন পাওয়ার খবর আগেই গণমাধ্যমে এসেছিল। তাকে এবার আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করল বিদ্রোহীরা।
আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে; ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি।
অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মানবিক বিবেচনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।