মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, সংখ্যালঘুদের টার্গেট করে বেশ কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। ওই প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ৭০ জন গ্রেফতার হয়েছে। পরের ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও সন্নিবেশ চলছে। এটা পেলে বিস্তারিত জানানো হবে। এতে গ্রেফতার ও মামলার সংখ্যা হয়তো আরও বাড়বে।
প্রেস সচিব বলেন, যারা বাংলাদেশে এ ধরনের সহিংসতা ও ন্যক্কারজনক কাজে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, ৮৮টি মামলার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি। ধর্মীয় পূজামণ্ডপ, উপাসনালয়-কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট করা তথ্য অনুযায়ী মামলা হয়েছে ২৬টি। ৬২টি মামলায় গ্রেফতার ৩৫ জন এবং বাকি ২৬টি মামলায় গ্রেফতার ৩৫টি।
শফিকুল আলম বলেন, ‘এসব ঘটনায় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে গ্রেফতার করা হয়নি, বরং যারা সাসপেক্ট তাদের ধরা হয়েছে।