কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হুমায়ুন কবির এর ছেলে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন (০৭ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল (৩১)কে গ্রেফতার করতে সক্ষম হয়।