
মিরপুর শপিং সেন্টারে আগুন
মোঃ সুরুজ। স্টাফ রিপোর্টার। ঢাকা।
রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিংমলে আজ বিকেল ৪:৩০ ঘটিকায় আগুনের লাগার ঘটনাট ঘটে।
মিরপুর শপিং সেন্টারের লেভেল ৬ এ মিরপুর ফুড কর্নার নামে একটি খাবারের দোকানের ওয়াস রুমের বৈদ্যুতিক সর্টসার্কিট হয় সেখান থেকে আগুনের ঘটনাটি ঘটে।
আগুন লাগার সাথে সাথে ফুড কর্নর দোকানের লোকজন সহ অন্যান্ন দোকানেরর লোকজন এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কার্বন ডাই-অক্সাইড গ্যাস তথা অগ্নি নির্বাপক সিলেন্ডার ও পনি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
আগুন লাগার সাথে সাথে দোকানদার এবং অন্যান্ন লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় মার্কেটের অন্যান্ন দোকান এবং লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই তবে আগুন লাগায় মার্কেটের লোকজন এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। সবাই দ্রুত মার্কেট থেকে বের হয়ে রাস্তায় অবস্তান করে।