স্টাফ রিপোর্টার
প্রেসক্লাব চৌগাছার কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার ৬ ডিসেম্বর সকালে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ক্লাবের কার্যালয়ে সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, খালেদুর রহমান, শিহাব উদ্দিন, মুকুরুল ইসলাম মিন্টু, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, টিপু সুলতান, আসিফ ইকবাল রকি, ইঞ্জিঃ রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, ফারুক আহম্মেদ প্রমুখ।
আলোচনা পর্ব শেষে সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সভাপতি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এরপর সকলের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত করা হয়।
গঠিত কমিটির আহবায়ক মনোনীত হন দৈনিক যশোর বার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক শিহাব উদ্দিন সুমন ও সদস্য সচিব মনোনীত হন দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার ও দৈনিক দিনকাল পত্রিকার চৌগাছা প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ, টিপু সুলতান ও মঈনউদ্দিন মঈন, সদস্য প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর ও ফারুক আহম্মেদ।